Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

APA চুক্তি

 এপিএ চুক্তি

১.১ রূপকল্প (Vision) t

স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ তৈরি।

১.২ অভিলক্ষ্য (Mission) t

মুক্তযিুদ্ধরে চতেনায় উদ্বুদ্ধ মানবীয় গুনাবলী সম্পন্ন, আধুনিক প্রযুক্তিনির্ভর, নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরি।

১.৩  কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) t 

১.৩.১ অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ:

১. অনলাইনে অংশীজন এর সঙ্গে সভার আয়োজন ও সিদ্ধান্ত বাস্তবায়ন।

২. মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম জোরদারকরণ।

৩. শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি।

৪. মহান মুক্তযিুদ্ধরে চতেনা জাগ্রতকরণ, বাল্যববিাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, বৃক্ষ রোপন সপ্তাহ উদযাপন এবং নারী শিক্ষার 

গুরুত্ব বৃদ্ধরি লক্ষে সচতেনতা বৃদ্ধি

৫. Covid-19  পরবর্তী যথাযথ স্বাস্থ সুরক্ষা পালন নিশ্চিত করণ ও শিক্ষার্থীদের অনলাইন এর কার্যক্রমে সুদক্ষ হিসেবে গড়ে তোলা।

১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:

১.  শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ।

২.  ই –গভর্ন্যান্স/উদ্ধাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন

৩. তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ।

৪. অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন

৫. সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন


১.৪. কার্যাবলি (Functionsনির্ধারিত আইন ও বিধী অনুয়ায়ী t 

১. ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) কারিগরি ভোকেশনাল কর্মকর্তা/কর্মচারীবৃন্ধের  জেলা/উপজেলা শিক্ষা অফিসের পি.আর.এল/পেনশন/সকল প্রকার ছুটি/জিপিএফ অগ্রিম ঋণ এবং অন্যান্য কাগজপত্রাদি মহাপরিচালক, মহোদয়ের দপ্তরে প্রেরণ।

২. অত্র অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক/কর্মচারীগনের বদলী।

৩. শতভাগ নিষ্ঠার সাথে নির্দেশনানুযায়ী অনলাইন এমপিও কার্যক্রম বাস্তবায়ন (স্কুল, কলেজ, মাদ্রাসা)।

৪. বাংলাদেশ জাতীয় স্কুল ও ক্রীড়া সমিতি ময়মনসিংহ অঞ্চলের খেলাধূলা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন।

৫. উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত সকল কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।

৬. সৃজনশীল প্রশ্নপদ্ধতির উপর শিক্ষকদের Online এ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।

৭. সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বাস্তবায়ন Online  এর মাধ্যমে করোনা কালীন মহামারী কালিন সময়ে।

৮. Online এ স্কুল, কলেজ, নিয়মিত পরিদর্শন ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ; প্রাকৃতিক দূর্যোগে নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহন ।

৯. IMS, PBM  প্রোগ্রামের আওতায় সকল স্কুল এন্ড কলেজে তথ্য Validation  ও  তফসিলী বৃত্তি/উপবৃত্তি প্রদান।

১০. বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ , নারী শিক্ষার গুরুত্বায়ন ও বৃক্ষরোপন উদ্যাপনে সভা/সেমিনার/কর্মসূচী গ্রহণ।

১১. শিক্ষার্থীদের নৈতিকগুনাবলী বৃদ্ধি ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে লাইব্রেরীর  ও সহপাঠভ্যাস ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১২. Covid-19 (করনা) পরবর্তী সচেতনতা বৃদ্ধি করা।

১৩. জাতীয় শিক্ষা সপ্তাহ যথাযথ মর্যাদায় উদযাপন ।

১৪.শিক্ষা প্রশাসন ও শ্রেণি শিক্ষকগণের সার্বিক মানোন্নয়নে যথাযথ প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম জোরদার।