Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievment

রূপকল্প ২০২১ বাস্তবায়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও কাঙ্খিত সময়ে মধ্যম আয়ের দেশে উত্তোরণের লক্ষ্যে যুগোপযোগী  মানব  সম্পদ  সৃষ্টি এবং শিক্ষাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন মানসে আঞ্চলিক কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ বহুমাত্রিক দায়িত্ব পালন করে যাচ্ছে । বিগত ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ২৮৫.৩৭ লক্ষ ও ২৮৮.৭৮ লক্ষ পাঠ্যপুস্তক বিনামূল্যে সকল শিক্ষার্থীর মাঝে ১ জানুয়ারী বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হয়, যা সর্বজনীন বই উৎসবে পরিণত হয়েছিল। শিক্ষাক্রমের ICT ভিত্তিক রুপদানের লক্ষ্যে মাল্টিমিডিয়ার ব্যবহার ও ক্লাসরুম বাস্তবায়নে বিগত ৩ বছরে শতভাগ প্রতিবেদন দাখিল করা হয়।

২০১৭ সালে ৩৩১৩ জন ,২০১৮ সালে ১১৪০০ জন এবং ২০১৯ সালে ৫২০৫জন শিক্ষকের মাঝে শিক্ষাক্রম বিস্তরণ ও ব্যবহার নির্দেশিকা এবং শিক্ষকদের বিষয়ভিত্তিক ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে।  ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয় ভিত্তিক যথাক্রমে ১৪০০ টি , ২১১৪টি এবং ৩৬৯৬টি  In House Training   এর ব্যবস্থা করা হয়। এমপিও সংক্রান্ত আবেদন ১০০% নিস্পন্ন করা হয়েছে। মাঠ পর্যায়ে পরিদর্শন কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ২০১৭ সালে মোট ১১২৭টি ,২০১৮ সালে ১২০০টি এবং ২০১৯ সালে ৩৯৯৩টি শ্ক্ষিা প্রতিষ্ঠান পরিদর্শন সম্পন্ন করা হয়। শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একই প্রক্রিয়ায় ২০১৭ সালে ৪০৭০জন শিক্ষককে , ২০১৮ সালে ১২৬০জন শিক্ষককে এবং ২০১৯ সালে ২৪৯৫জন PBM বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। IMS ডাটা এন্ট্রি ও ভেলিডেশন এর আওতায় Online ডাটা এনিট্রকৃত প্রতিষ্ঠানের সংখ্যা  ২০১৭, ১৮ ও ১৯ সালে যথাক্রমে ৩৫৬৪ টি, ৩৫৬৩টি ও ২৮৫০টি । শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ক প্রধান শিক্ষকের আঞ্চলিক অফিসের মাধ্যমে ২০১৮ সালে ১৮৪৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন , বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, বৃক্ষরোপন সপ্তাহ উৎযাপন এবং নারী শিক্ষার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সভা কর্মসূচীর আয়োজন করা হয়; এবং যা বছরের ৪টি ত্রৈমাসিক প্রতিবেদনের মাধ্যমে উর্ধ্বতন অফিসে প্রেরণ করা হয়। শিক্ষার্থীদের লাইব্রেরী ব্যবহারের নিশ্চিত করণের ত্রৈমাসিক প্রতিবেদন যথাযথভাবে প্রেরণ করা হয়।